১৯৯১ সালে ১৭ নভেম্বর বরিশালের দীনবন্ধু সেন রোডের ৩টি জরাজ্বীর্ন ভবনে একজন উপ মহাব্যবস্থাপকের অধীনে ব্যাংকের কার্যক্রম শুরু হয়।প্রথম উপ-মহাব্যবস্থাক ছিলেন জনাব মোঃ শামসুদ্দিন । প্রথমে ব্যাংক শুরু হয় পরিদর্শন ও বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম দিয়ে। বরিশালে বাংলাদেশ ব্যাংক অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস ১৯৯২ সালের ২রা মার্চ। ওই দিনই বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রন বিভাগ খোলার অনুমোদন দেন তৎকালীন ডেপুটি গভর্নর মাহবুবর রহমান খান। বরিশাল,ঝালকাঠি,ভোলা পিরোজপুর,পটুয়াখালী,বরগুনা,মাদারীপুর ও শরীয়তপুর জেলার ব্যাংকগুলোর তত্ত্বাবধানের দায়িত্ব বরিশাল বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস