Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ ব্যাংকের ভিশন ও মিশনঃ

 

ভিশনঃ স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি এবং অভ্যন্তরীন ও বৈদেশিক মূল্যস্তরের সাথে সামঞ্জস্যপূর্ন টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য; দারিদ্র-বিমোচক,কর্মসংস্থান-সহায়ক এবং ভারসম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য আবশ্যক; সুবিবেচিত ও সুসমন্বিত মুদ্রা এবং আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্যে স্বশাস্ন, জনশক্তির দক্ষতা ও উন্নত সেবা নিশ্চিত করণের মাধ্যমে একটি আধুনিক,গতিশীল,কার্যকর ও দূর্দর্শী কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করা।

 

মিশনঃ  সুদুর প্রসারী উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্তে জাতীয় উন্নয়নের লক্ষ্য সমুহের সাথে সামঞ্জস্য পূর্ণ যথাযথ মুদ্রা নিতি প্রণয়ন এবং বাস্তবায়ন ;অভ্যন্তরীণ ও বৈদেশিক মুদ্রার মুল্যমান স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নিতি নিরধারন ও বাস্তবায়ন।